Homeবিনোদনপ্রবাসীর গল্পে ‘কুসুমের সংসার’ | কালবেলা

প্রবাসীর গল্পে ‘কুসুমের সংসার’ | কালবেলা


‘প্রবাসীর স্ত্রী’ নামে নাটক নির্মাণ করে আলোচনায় আসেন জিয়াউদ্দিন আলম। নাটকের প্রথম কিস্তি হিট হওয়ার পর নির্মিত হয় প্রবাসীর ‘স্ত্রী ২’ নামে আরও একটি নাটক।

এটিও ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করে। এবার ‘কুসুমের সংসার’ নামে আরও একটি নাটক নির্মাণ করলেন তিনি।

এতে আগের দুই নাটকে রুশো শেখ ও অহনা রহমান অভিনয় করেছেন। সঙ্গে যুক্ত হয়েছেন চলতি সময়ের আরেক আলোচিত অভিনেতা সবুজ আশরাফ সুপ্ত।

নাটকের গল্পে দেখা যাবে বিয়ের পর জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমায় স্বামী। একটা সময় তার আর কোনো খোঁজ পায় না পরিবার। পরবর্তী সময়ে সবাই ধরেই নেয় সে আর বেঁচে নেই। এমন অবস্থায় প্রবাসীর স্ত্রীর বিয়ে হয় অন্যত্র। বহু বছর নিরুদ্দেশ থাকার পর স্বামী ফিরে আসে দেশে। এরপর নানা ঘটনায় এগিয়ে যায় নাটকের গল্প।

নির্মাতা জিয়াউদ্দিন আলম বলেন, নাটকের গল্প দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে। অহনা, রুশো ও সুপ্ত দারুণ অভিনয় করেছেন। আমি আশাবাদী আমার আগের নাটকের মতো এটিও দর্শক গ্রহণ করবেন।

‘কুসুমের সংসার’ নাটকটি লিখেছেন সোহেল রানা। চলতি মাসের শেষদিকে অন্তর্জালে নাটকটি প্রকাশিত হবে বলে জানান নির্মাতা।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত