Homeদেশের গণমাধ্যমেগণহত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

গণহত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ


রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যরা। অভ্যুত্থানে গণহত্যায় জড়িতদের বিচার এবং নিহত ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। এতে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টা থেকে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিক্ষোভকারীরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’

এ সময় কয়েকজনের হাতে নিহতদের ছবি এবং ন্যায়বিচারের আহ্বান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। কেউ কেউ সরকারের বিরুদ্ধে উদাসীনতা ও অবহেলার অভিযোগ তোলেন। তারা শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও আহ্বান জানান।

এ সময় অবরোধকারীরা বলেন, আমরা গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে অনেকের দুয়ারে দুয়ারে গিয়েছি, কিন্তু সহানুভূতির পরিবর্তে পেয়েছি অবহেলা ও অসম্মান।

জুলাই গণহত্যায় চলমান বিচারিক কার্যক্রমের সমালোচনা করে নিহতদের পরিবারগুলো বিষয়টিকে ‘সার্কাস’ বলেও অভিহিত করেন। তারা বলেন, মারাত্মক ক্র্যাকডাউনের আদেশ দানকারী এবং পরিকল্পনা বাস্তবায়নকারী অনেকেই এখনও বিচারের সম্মুখীন হয়নি। অধিকাংশ অপরাধী প্রকাশ্যে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন। এটা শহীদদের স্মৃতির প্রতি অপমান। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় না ছাড়ারও ঘোষণা দেন আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। ছবি: সাজ্জাদ হোসেন

বিক্ষোভকারীদের দাবিগুলো হলো– প্রতিটা হত্যার বিচারের লক্ষ্যে আসামিদের দ্রুত গ্রেফতার, ১০ দিনের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে; শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে; শহীদ পরিবারের দ্রুত পুর্নবাসনের ব্যবস্থা করতে হবে; শহীদ পরিবারের সঙ্গে আলোচনা করে ন্যায্য সম্মানী দিতে হবে; শহীদ পরিবারের জন্য দ্রুত মাসিক সম্মানীর ব্যবস্থা করতে হবে এবং শহীদদের বীরের মর্যাদা দিতে হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত