আর্সেনালের ম্যাচে ফেরার সম্ভাবনায় বড় ধাক্কা লাগে বিরতির আগেই গ্যাব্রিয়েল মার্তিনেল্লি চোটের কারণে মাঠ ছাড়লে। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে গর্ডন দ্বিতীয় গোলটি এনে দেন নিউক্যাসলকে। ডেকলান রাইসের কাছ থেকে বল কেড়ে নেন ফাবিয়ান শার। সেই বল ধরে নিচু শটে গোল পেয়ে যান গর্ডন।
নিউক্যাসলের ফাইনাল খেলা যখন প্রায় নিশ্চিত, তখন দলটির সমর্থকেরা আর্সেনাল কোচ মিকেল আরতেতাকে ব্যঙ্গ করে গান গাইতে শুরু করেন। ‘মিকেল আরতেতা, বলটাই কিন্তু কারণ’—গানের কথা এমনই ছিল। প্রথম লেগে হারের পর আরতেতা বলের ওপর দায় চাপিয়ে বলেছিলেন, ‘প্রিমিয়ার লিগের বলের মতন ছিল না লিগ কাপের বল।’