Homeজাতীয়গণভবন স্টাইলে বঙ্গবন্ধুর বাড়িতে লুটপাট

গণভবন স্টাইলে বঙ্গবন্ধুর বাড়িতে লুটপাট


গণভবন স্টাইলে লুটপাট করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর ঘোষণার পর আজ বুধবার রাত ৮টার দিকে বাড়িটিতে হামলা ও ভাঙচুর শুরু হয়। এ সময় অনেকেই বাড়িটির দরজা-জানালা ভেঙে নিয়ে যেতে থাকেন।

সরেজমিনে দেখা গেছে, ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটির মূল ফটক ভেঙে অটো রিকশায় করে নিয়ে যাচ্ছেন দুজন। এরপর অন্যরাও শুরু করেন লুটপাট। জানালা ও লোহা-লক্কড় যে যা পেয়েছেন তাই নিয়ে গেছেন। বাড়িটির ভেতর থাকা অনেক বইও নিয়ে যেতে দেখা গেছে।

দেওয়ালের ইট খুলে হাতে নিয়ে যাচ্ছিলেন সৈয়দ রিফাত নামের এক ব্যক্তি। এ সময় তিনি বলেন, ‘ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের প্রমাণ রেখে দেওয়ার জন্য এই ইট রাখলাম। এরপরও যদি আওয়ামী লীগ, ছাত্রলীগের কেউ ফিরে আসার কথা বলে, এই ইট তার কপালে যাবে।’

এর আগে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে হাসনাত আব্দুল্লাহর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটা পোস্টে বলা হয়েছে, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিনও ৩২ নম্বরের বাড়িটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

ছবি: আজকের পত্রিকার ভিডিও থেকে নেওয়া

ছবি: আজকের পত্রিকার ভিডিও থেকে নেওয়া





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত