Homeপ্রবাসের খবরতথ্য উপদেষ্টা – প্রবাস খবর

তথ্য উপদেষ্টা – প্রবাস খবর


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ভারতে বসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন, তাহলে তার দায়ভার ভারত সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমিতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সাংবাদিক আহম্মদ ফয়েজের ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘ভারত যদি শেখ হাসিনাকে আশ্রয় দেয় এবং সেখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন, তাহলে এর জন্য আমরা তাদের কাছে জবাবদিহিতা চাইব। আমরা এটা ভারতের কাছ থেকে জানতে চাই।’

তিনি আরও জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক আলোচনা চলছে।

এছাড়া তথ্য উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে বসে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। আমরা বলছি, আতঙ্ক ছড়িয়ে কোনো লাভ হবে না। ফেব্রুয়ারি মাসজুড়ে ছাত্রজনতা মাঠে থাকবে এবং তাদের আন্দোলন অব্যাহত থাকবে।’

এস এইচ/



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত