বন্দী হয়ে কে বা থাকতে চায়! মুক্ত–স্বাধীন জীবনই সবার কাম্য। জার্মানির একটি চিড়িয়াখানার ছোট্ট একটি বাদুড়ও সম্ভবত বন্দিদশায় আর থাকতে চায়নি। তবে যে উপায়ে প্রাণীটি চিড়িয়াখানা থেকে পালিয়েছে, তা রীতিমতো খবরের শিরোনাম হয়েছে।
ছোট্ট ওই বাদুড় জার্মানির দক্ষিণ–পশ্চিমাঞ্চলের কার্লসরুয়া চিড়িয়াখানায়। পরিবারের সদস্যদের নিয়ে চলতি অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে ওই চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলেন এলিনা ফেল। তাঁর জ্যাকেটের ভেতর ঢুকে পড়েছিল বাদুড়টি। বাড়িতে ফেরার পর প্রাণটির হদিস পান এলিনা।
জার্মান সংবাদ সংস্থা ডিপিএর তথ্য বলছে, ৩০ বছর বয়সী এলিনা পেশায় শিক্ষক। তিনি তাঁর ছোট ছেলেকে নিয়ে চিড়িয়াখানায় বাদুড়ের গুহার ভেতর ঢুকেছিলেন। বাড়িতে ফেরার পর নিজের জ্যাকেট খুলে যা দেখতে পান, তার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না এলিনা। জ্যাকেটটি খোলার সঙ্গে সঙ্গে ছোট্ট একটি বাদুড় টুপ করে মেঝেতে পড়ে।