সবার শেষে বেরোন পিটার বাটলার। স্টেডিয়ামের ফটকে তাঁর জন্য গাড়ি দাঁড়িয়ে। গুড মর্নিং বললে উত্তর এল, ‘গুড মর্নিং।’ এরপর নিজেই এই প্রতিবেদককে ‘হাউ আর ইউ’ প্রশ্নটা ছুড়ে দেন। অনুশীলন কেমন হলো জানতে চাইলে ঝটপট জবাব, ‘গুড, ভেরি পজিটিভ।’
বিদ্রোহীদের নিয়ে ভাবছেন না বলে দিয়েছেন আগেই। এদিনও একই কথা। কিন্তু নতুন একটা দল তৈরি কতটা কঠিন? বাটলারের উত্তর, ‘কঠিন হলেও আমি ইতিবাচকভাবেই দেখছি সব। নেতিবাচক কিছু মাথায় আনছি না। ওরা বেশ উদ্যমী ও শিখতে চায়। চায় সামনে এগোতে।’