Homeখেলাধুলাখুলনা ও চিটাগংয়ের ফাইনালে ওঠার লড়াই আজ

খুলনা ও চিটাগংয়ের ফাইনালে ওঠার লড়াই আজ


বিপিএল ২০২৫-এর শিরোপা লড়াইয়ের এক ধাপ আগেই আজ বুধবার (০৫ ফেব্রুয়ারি) মুখোমুখি খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ার, যেখানে জয়ী দল চলে যাবে ফাইনালে, যেখানে তাদের অপেক্ষায় আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

শেষ সুযোগ ফাইনালের জন্য

প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে ৯ উইকেটে বিধ্বস্ত করে তামিম ইকবালের ফরচুন বরিশাল প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে। তবে চিটাগং কিংসের সামনে আরেকটি সুযোগ এসেছে খুলনার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর। অন্যদিকে, খুলনা টাইগার্সও দুর্দান্ত ফর্মে থেকে এই ম্যাচে নামছে। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে তারা প্লে-অফে জায়গা করে নিয়েছিল এবং এখন ফাইনালের পথে মাত্র এক ধাপ দূরে।

ইতিহাস কী বলছে?

বিপিএলের ইতিহাসে খুলনা টাইগার্স এখন পর্যন্ত একবারই ফাইনালে উঠতে পেরেছে, ২০২০ সালে যেখানে তারা রাজশাহীর বিপক্ষে হেরে রানার্সআপ হয়েছিল। অন্যদিকে, চিটাগং কিংস ২০১৩ সালের পর কখনোই ফাইনালের স্বাদ পায়নি, যদিও আরও পাঁচবার প্লে-অফ খেলেছে। এবার তারা ইতিহাস বদলাতে চায়।

লিগ পর্বে দুইবার মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথম দেখায় খুলনা ৩৭ রানে জিতেছিল, দ্বিতীয়বার চিটাগং ৪৫ রানে জয়ের স্বাদ নেয়। আজকের লড়াই তাই সমতায় থাকা প্রতিদ্বন্দ্বিতার ফয়সালা নির্ধারণ করবে।

দলের পরিকল্পনা ও স্কোয়াড শক্তি

চিটাগং কিংস এবার বড় কোনো তারকা খেলোয়াড়কে দলে টানেনি। এ নিয়ে দলটির অধিনায়ক মোহাম্মদ মিঠুন বলেছেন, ‘আমরা বড় নামের পেছনে ছুটিনি, বরং দল হিসেবে একসঙ্গে খেলাই আমাদের মূল শক্তি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই আমাদের মূল লক্ষ্য।’

অন্যদিকে, খুলনা টাইগার্সের হয়ে শেষ ম্যাচে খেলেছিলেন জেসন হোল্ডার ও শিমরন হেটমায়ার, যারা আজকের ম্যাচেও বড় ভূমিকা রাখতে পারেন।

ফাইনালের স্বপ্ন পূরণে আজকের ম্যাচ দু’দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ। কার মুখে হাসি ফোটে, সেটাই দেখার অপেক্ষা!





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত