Homeরাজনীতিবুধবার সারাদেশে ডিসিদের স্মারকলিপি দেবে গণঅধিকার পরিষদ

বুধবার সারাদেশে ডিসিদের স্মারকলিপি দেবে গণঅধিকার পরিষদ


গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ৬৪ জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ করবে গণঅধিকার পরিষদ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গণঅধিকার পরিষদের পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়, আলরাজি কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য তুলে ধরেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

তিনি বলেন, ‘সহস্রাধিক মানুষ হত্যা, হাজার হাজার পঙ্গু ও আহত হওয়ার এই বর্বরোচিত ঘটনা ও ইতিহাসের জঘন্যতম গণহত্যার সঠিক বিচার না হলে ভবিষ্যতেও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা থাকে। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এই গণহত্যার বিচার হতে হবে।’

আসামিদের গ্রেফতার, জেলে ও দেশের বাইরে রেখে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভবপর নয় উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের অংশীজন হিসেবে জনগণের পক্ষ থেকে আগামীকাল ৫ ফেব্রুয়ারি ‘জুলাই গণহত্যায় জড়িত গণহত্যাকারীসহ বিগত ফ্যাসিস্ট রেজিমে দেশের সম্পদ লুটপাট ও দেশের অর্থ বিদেশে পাচারের সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতার ও দ্রুত সময়ের মধ্যে বিচার নিষ্পত্তি’র দাবিতে ৬৪ জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থাপনা করেন গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য নূরে এরশাদ সিদ্দিকী, আরিফ তালুকদার, ফাতেমা তাসনীম, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক ইলিয়াস মিয়া প্রমুখ।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত