Homeরাজনীতিগণতান্ত্রিক সরকার নেই বলেই বিনিয়োগ হচ্ছে না: রিজভী

গণতান্ত্রিক সরকার নেই বলেই বিনিয়োগ হচ্ছে না: রিজভী


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক সরকার নেই বলে আজ ইনভেস্টমেন্ট হচ্ছে না। তিনি বলেন, ‘বিনিয়োগ করতে কেউ সাহস পাচ্ছে না। কারণ, অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে  সাময়িক সময়ের সরকার। সুতরাং, মানুষ অনিশ্চয়তার মধ্যে আছে। মানুষ একটা ধোঁয়াশার মধ্যে আছে। এই অনিশ্চয়তা কাটানোর জন্যই রাজনৈতিক সরকার দরকার।’

মঙ্গলবার (৪ ফেব্রয়ারি) দুপুরে বিএনপি’র প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা ও মোনাজাত করার পর সাংবাদিকদের সামনে এসব কথা বলেন রিজভী।

মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে নিয়ে তিনি সেখানে শ্রদ্ধা জানান। এসময় মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুলসহ অনেকে ছিলেন।

‘জবাবদিহি নাই বলেই গ্যাসের দাম বাড়াচ্ছে সরকার। এই সরকারের জবাবদিহি থাকলে ১২ কেজি গ্যাস সিলিন্ডারে ১৯ টাকা বাড়িয়েছে, এটা তো হতে পারে না। যারা সীমিত আয়ের মানুষ। নিম্ন আয়ের মানুষ, সিএনজি ও  রিকশাচালক যারা দিনমজুরি করে খায়, তাদের ওপর ভয়ংকর চাপ পড়বে। এই যে প্রতি সিলিন্ডারে ১৯ টাকা করে বাড়ানো হয়েছে, এটা অযৌক্তিক। এটা গণবিরোধী। নির্বাচিত সরকার থাকলে এ ধরনের পরিস্থিতি হবে না।’ বলেন রিজভী।

রিজভী বলেন, ‘আমরা গণতান্ত্রিক দল অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট দেই। কিন্তু আপনাদের (সরকারকে) মনে রাখতে হবে— আপনাদের সিদ্ধান্ত যেন গণবিরোধী না হয়, গরিব মানুষ মারার সিদ্ধান্ত যেন না হয়। এমনিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিন বাড়ছে। চালের দাম কমাতে পারেননি। তার মধ্যে যদি গ্যাসের দাম বাড়ানো হয়, তাহলে মরার ওপর খারার ঘা ছাড়া কিছুই নয়।’

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেবে, জনগণের ইচ্ছার প্রতিফলন যাতে ঘটাতে পারে, সেই ধরনের সরকার দরকার। জনগণের জবাবদিহিমূলক সরকার হবে, সেটা হবে নির্বাচিত সরকার। তাহলে আমাদের অর্থনীতির যে সংকট, বৈদেশিক ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে। আমাদের জাতীয় রিজার্ভ আবার কমতে শুরু করেছে। দিগন্ত রেখায় কালো মেঘ দেখা দিচ্ছে। এগুলো দূরীভূত করতে হলে অবশ্যই আমাদেরকে নির্বাচিত সরকারের পথে হাঁটতে হবে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত