Homeজাতীয়তিতুমীর কলেজের আন্দোলনে লোকজন অতিষ্ঠ: স্বরাষ্ট্র উপদেষ্টা

তিতুমীর কলেজের আন্দোলনে লোকজন অতিষ্ঠ: স্বরাষ্ট্র উপদেষ্টা


তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে যে আন্দোলন চলছে, তাতে জনগণ ও সরকারের নাভিশ্বাস অবস্থা। লোকজনকে আন্দোলনকারীরা অতিষ্ঠ করে তুলেছে। এটা জনগণকে বোঝাতে হবে। তারা দাবি নিয়ে আলোচনা করতে পারে। এই আলোচনাটা তাদের ক্যাম্পাসের ভেতরেও হতে পারে। কিন্তু জনগণকে দুর্ভোগে ফেলে আন্দোলন করা হচ্ছে। সবাই তাদের বোঝান যে আন্দোলন করতে গিয়ে তোমরা রাস্তাঘাট ও রেলপথ বন্ধ করো না।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সচিবালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিস্থিতি আরও উন্নত হওয়ার অবকাশ রয়েছে। তবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সরকার।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের সাংবাদিকদের বলেন, তিতুমীর কলেজকে একটি আলাদা বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা থাকতে হবে। এই দাবির যৌক্তিকতা দেখা যাচ্ছে না। এ বিষয়টি আন্দোলনকারীদের বুঝতে হবে। সেখানে সাধারণ শিক্ষার্থীরা চায় পড়াশোনা অব্যাহত থাকুক।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত