কুর্মিটোলা গলফ ক্লাবে শেষ হলো ‘১৫তম মবিল কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫’। এমজেএল বাংলাদেশ পিএলসির আয়োজনে গত ২৯ জানুয়ারি টুর্নামেন্টটি শুরু হয়।
৩১ জানুয়ারি সকালে প্রধান অতিথি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
১ ফেব্রুয়ারি রাত পৌনে ৮টায় ক্লাবের পুল সাইডে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমজেএল বাংলাদেশ পিএলসির পরিচালক তানজিল চৌধুরী, সিইও মো. মুকুল হোসেন, কুর্মিটোলা গলফ ক্লাবের কর্মকর্তারা এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক ব্যক্তিরা।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিরুল ইসলাম সিকদার, রানারআপ এয়ার কমোডর মুনিম খান মজলিশ এবং নারী বিজয়ী মিসেস জিন সুক ইউন।