গত দুই দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাসায় ফেরার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের। আজ সোমবার বিকেলে তাঁর বাসায় যাওয়ার কথা রয়েছে। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন সাবিনা ইয়াসমীনের ঘনিষ্ঠজন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ। তিনি বলেন, ‘সাবিনা আপা ঠিকঠাক আছেন। আপাতত কোনো সমস্যা নাই যদি, তারপরও চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রাখতে হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেন। গতকালই সিদ্ধান্ত হয়েছে, আজ বিকেলে তিনি বাসায় ফিরতে পারবেন।’