বেলস পালসি বা মুখ বেঁকে যাওয়া রোগ ।আমাদের ব্রেনের মধ্যে কিছু নার্ভ আছে যেটাকে ফেসিয়াল নার্ভ বলে, তা কানের ২ পাসে ২ টা কানের লতির থেকে মুখে আসছে। তো এ ফেসিয়াল নার্ভ বিভিন্ন কারণে ইনজুরি হয় ,যে পাশে ইনজুরি হয় তার পাশটা বেঁকে যায় তখন। ব্রেন স্ট্রোকের কারণে মুখ বেঁকে যেতে পারে ।বিভিন্ন প্রবলেম থেকেও হতে পারে এবং বিভিন্ন খাবার থেকেও হতে পারে যেমন বাসি,পচা খাবার থেকেও হতে পারে।
অতিরিক্ত ঠান্ডা খাবার থেকে ও হয় যেমন ঠান্ডা পানি ঠান্ডা আইসক্রিম ।আর এই মুখ বেঁকে যাওয়ার কারণে অনেক সমস্যা হতে পারে যেমন ঠিকমতো খাওয়াতে পারে না পানি মুখে নিয়ে খেতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাদের জন্য সঠিক ট্রিটমেন্ট প্রয়োজন সঠিক ট্রিটমেন্ট না পেলে এই সমস্যাটা আজীবনের জন্য রয়ে যায়। সে ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে বিভিন্ন এক্সারসাইজ নেওয়া এবং ডঃ পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা । এবং অনেক ক্ষেত্রে ব্রেনের সমস্যা থেকে হয়ে থাকলে যেমন ব্রেন স্টোক সমস্যা থেকে মুখ বেঁকে যাওয়া সেই ক্ষেত্রে ডক্টরের পরামর্শ অনুযায়ী ঠান্ডা সকল কিছু থেকে বিরত থাকা, যেমন ঠান্ডা পানি না খাওয়া, ঠান্ডা কোন স্থানে না থাকা ,বাসি খাবার থেকে দূরে থাকা, সব সময় গরম পানি ব্যবহার করা খাওয়া গরম পানি দিয়ে গোসল করা ।
সবসময় ফ্লোরের জুতা পায়ে হাটা এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত এক্সারসাইজ করা ।এতে করে সুস্থ হয়ে যাও। এবং এই রোগটি পুনরায় হতে পারে, এটা বারবার হয়। মাঝেমধ্যে পরিবেশ ওয়েদার যখন চেঞ্জ হয় তখন এই সমস্যা গুলো দেখা দিতে পারে তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঠান্ডা থেকে বিরত থাকতে হবে।।