Homeদেশের গণমাধ্যমেনাশকতার মামলায় আ.লীগ নেতা মানিক গ্রেপ্তার

নাশকতার মামলায় আ.লীগ নেতা মানিক গ্রেপ্তার


জামালপুরে সরিষাবাড়ীতে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম মানিককে গ্রেপ্তার করেছে জামালপুর গোয়েন্দা পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামালপুর সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া।

আশরাফুল আলম মানিক উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পলিশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেনের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারকে পতনের পর থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার মামলা রয়েছে। এ অভিযোগে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে জামালপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া কালবেলাকে বলেন, রোববার সন্ধ্যায় জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে আশরাফুল আলম মানিককে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত