শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। আজ দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে তিতুমীরের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছিলেন, ‘সময় বেঁধে দেওয়া দাবির মুখে কোনো সিদ্ধান্ত নেব না। সময়সীমা বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয় করার দাবি যৌক্তিক নয়।’
শিক্ষার্থীরা বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে গত বৃহস্পতিবার থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করা হচ্ছে। পাশাপাশি সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তবে আজ বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের কথা চিন্তা করে সড়ক অবরোধ কর্মসূচি শিথিল করা হয়।