Homeরাজনীতি‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যাচ্ছেন মির্জা ফখরুল ও খসরু, যাবেন জাইমা রহমানও

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যাচ্ছেন মির্জা ফখরুল ও খসরু, যাবেন জাইমা রহমানও


যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশ নিতে রবিবার (২ ফেব্রুয়ারি) ঢাকাত্যাগ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন দলের স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা রওনা করবেন।

বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ব্রেকফাস্ট প্রেয়ারে আমরা যাচ্ছি। এখানে কোনও আলোচনার বিষয় নেই। সাইড লাইনে হয়তো কিছু আলোচনা হবে, না হবে…।’

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, অনুষ্ঠানে আমন্ত্রিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রিপ্রেজেন্ট করবেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি লন্ডন থেকে আমেরিকায় যাবেন।’

ওয়াশিংটনে অনুষ্ঠেয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে গত ১০ জানুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতরা হলেন– ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে রবিবার বিকালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রত্যেক বছর আমেরিকায় ব্রেকফাস্ট প্রেয়ার হয়। এই অনুষ্ঠানে গ্লোবালি আমন্ত্রণ জানানো হয়। ৫ ডিসেম্বর সকালে অনুষ্ঠান হবে, সেখানে মার্কিন প্রেসিডেন্ট বক্তব্য দেবেন। কংগ্রেস, সিনেটের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।’

আমির খসরু উল্লেখ করেন, ব্রেকফাস্ট অনুষ্ঠানের পর সেদিন ডিনার হবে। পরেরদিন আবার ব্রেকফাস্ট হবে।

আগামী ৯ ফেব্রুয়ারি মির্জা ফখরুলসহ দেশে ফিরবেন বলে জানান সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রসঙ্গত, ইউএস কংগ্রেসনাল কংগ্রেসের নেতৃত্বে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে প্রেয়ার ব্রেকফাস্ট হবে। প্রার্থনা এবং আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একত্র করার প্ল্যাটফর্ম এটি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত