Homeখেলাধুলারাজশাহীর বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরার ব্যাপারে যা জানা গেল

রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরার ব্যাপারে যা জানা গেল


বিপিএলের এবারের আসরে দুর্বার রাজশাহীর নামের সঙ্গে ‘বিতর্ক’ যেন একেবারে জুড়ে গেছে। বেতন বকেয়া সমস্যা থেকে শুরু করে প্র্যাকটিস বর্জন, নিয়ম ভেঙে বিদেশি খেলোয়াড়দের ছাড়া ম্যাচ খেলা—সমস্যার যেন শেষ ছিল না। আর এবার নতুন বিতর্ক যোগ হলো দলের বিদেশি ক্রিকেটারদের ঢাকা ছাড়ার বিলম্ব নিয়ে।

রোববার (০২ ফেব্রুয়ারি) দুপুরে বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়, রাজশাহীর পাঁচ বিদেশি ক্রিকেটার পারিশ্রমিক না পাওয়ায় দেশে ফিরতে পারছেন না। হোটেলেই আটকে ছিলেন তারা, কারণ ফ্লাইটের টিকিটের কোনো নিশ্চয়তা ছিল না। বিষয়টি নিশ্চিত করেছেন দলের জিম্বাবুইয়ান অলরাউন্ডার রায়ান বার্ল।

তবে বিকেল গড়াতেই রাজশাহী শিবির থেকে আশার বাণী শোনা যায়। জানা গেছে, আজ রাত থেকেই দেশে ফিরবেন দলের বিদেশি ক্রিকেটাররা।

কে, কখন ঢাকা ছাড়ছেন?

রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ৩টায় ইথিওপিয়ান এয়ারওয়েজের ফ্লাইটে হারারের উদ্দেশে ঢাকা ছাড়বেন রায়ান বার্ল। তার আগে রাত ১টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে লাহোরের পথে রওনা দেবেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিস।

এদিকে, দলের প্রধান কোচ ইজাজ আহমেদ আগামীকাল বাংলাদেশ ত্যাগ করবেন, আর ক্যারিবিয়ান পেসার মিগুয়েল কামিন্স ঢাকা ছাড়বেন ৫ ফেব্রুয়ারি।

বাকি বিদেশি খেলোয়াড়দের ফিরতি ফ্লাইটের টিকিট নিশ্চিত হলেই তারাও নিজ নিজ দেশে ফিরে যাবেন বলে জানিয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি।

বিপিএল থেকে বিদায়ের পরও বিতর্ক পিছু ছাড়ছে না দুর্বার রাজশাহীর। শুরু থেকেই আর্থিক অনিয়ম আর অব্যবস্থাপনার অভিযোগ ছিল দলটির বিরুদ্ধে। এবার বিদেশি খেলোয়াড়দের দেশে ফেরা নিয়েও তৈরি হলো নতুন অস্বস্তি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত