প্রতিষ্ঠার ৫৩ বছর উপলক্ষে প্রতিষ্ঠাতা মামুনুর রশীদ বলেন, ‘মহান স্বাধীনতাযুদ্ধের ঠিক পরপরই’ ৭২-এর ফেব্রুয়ারিতে আমরা কয়েকজন মিলে প্রতিষ্ঠা করি আরণ্যক। স্মৃতিচারণা করতে গিয়ে এই বরেণ্য নাট্যব্যক্তিত্ব জানালেন, ‘আরণ্যক’ নামটি দিয়েছিলেন আবদুল্লাহ আল মামুন। মামুনুর রশীদ বললেন, ‘টেলিভিশনে বসে আবদুল্লাহ আল–মামুনের সঙ্গে কথা হচ্ছিল, বলেছিলাম, “একটা নাটকের দল করব, কী নাম দেওয়া যায়?” আবদুল্লাহ আল মামুন বললেন, “নাগরিক তো আছেই, তোমরা আরণ্যক হয়ে যাও।” তারপরই নাম দিলাম আরণ্যক।’