Homeরাজনীতিবিভিন্নভাবে বিরোধী মতের মানুষের ওপর মব তৈরি করা হচ্ছে: ছাত্র ফেডারেশন

বিভিন্নভাবে বিরোধী মতের মানুষের ওপর মব তৈরি করা হচ্ছে: ছাত্র ফেডারেশন


বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেছেন, বিভিন্নভাবে বিরোধী মতের মানুষের ওপর মব তৈরি করা হচ্ছে। মবের মাধ্যমে কয়েকজনকে হত্যা করা হয়েছে, সেসব ঘটনার বিচার আমরা দেখিনি। এসব ক্ষেত্রে সরকার যথাযথ অবস্থান না নিয়ে মবকে উসকে দিচ্ছে।

শনিবার  (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা তৌহিদুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের মশাল মিছিল করে। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে সৈকত আরিফ বলেন, ‘যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যু হয়েছে। আমরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাচ্ছি। একইসঙ্গে বিগত ফ্যাসিস্ট আমলে বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ড, জুলাই অভ্যুত্থানে গণহত্যার তদন্ত ও বিচারে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছি।’

মশাল মিছিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক ফাতেমা রহমান বিথী, সাংগঠনিক সম্পাদক শুভ দেব, প্রচার সম্পাদক মহব্বত হোসেন মিলন, স্কুল বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরমানুল হক, ঢাকা নগরের সভাপতি আল-আমিন রহমানসহ অনান্যরা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত