ঢাকাই কিং শাকিব খানের নতুন ছবি ‘বরবাদ’-এর শুটিং শুরু হয়েছে ভারতের মুম্বাইয়ে। দেশের সব কাজ সামলিয়ে নতুন সিনেমার জন্য পাড়ি দিয়েছেন শাকিব। চলতি মাসের ২০ তারিখ থেকেই শুরু হয়েছে সিনেমাটির কাজ। যদিও শুরুতে নায়ক ছাড়াই কয়েকটি দৃশ্যের শুটিং পর্ব শেষ হয়েছে।
বলিউডের নামকরা প্রযোজক মহেশ ভাটের সঙ্গে সাক্ষাৎ শাকিব খানের।
‘বরবাদ’ সিনেমাটি নিয়ে শাকিব খানের উচ্ছ্বাস চোখেমুখে প্রতিফলিত হয়েছে। শুরুতেই সেটে নামিদামি পরিচালক, প্রযোজকের পদচারণা সেই প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
বলিউডের বিখ্যাত পরিচালক, প্রযোজক মহেশ ভাটকে দেখা গেছে ‘বরবাদ’ সিনেমার শুটিং সেটে। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের একটি স্টুডিওতে শুটিং চলাকালে মহেশ ভাট উপস্থিত হয়েছিলেন। এসময় ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে দেখা হয় এই নির্মাতার।
তাছাড়া শাকিব খানের সঙ্গেও দেখা হয়ে নামকরা প্রযোজকের। ‘বরবাদ’ সিনেমার চিত্রগ্রাহক শৈলেশ অশ্বথির চমৎকার সম্পর্ক মহেশ ভাটের। তার মাধ্যমেই মহেশ ভাট জানতে পারেন, ইলোরা স্টুডিওতে শুটিং করছেন বাংলাদেশের নায়ক শাকিব খান।
এরপর তিনি দেখা করতে আসেন। বলিউডের নামকরা প্রযোজকের এভাবে সেটে আগমনে চমকে যান ইউনিটের সবাই। এরপর তিনি শাকিব খানের সঙ্গে মিনিট বিশেক গল্প করেন।
শাকিব খানের ব্যবস্থাপক মনির জামান সংবাদ মাধ্যমকে জানালেন, শুটিংয়ের ফাঁকে তাদের দুজনের সুন্দর সময় কেটেছে। সিনেমা বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
আড্ডা শেষে বেরিয়ে যাওয়ার পথে শাকিব খানকে জড়িয়ে বুকে টেনে নেন মহেশ ভাট। দুজনের একটি ছবি চলচ্চিত্র–সম্পর্কিত বিভিন্ন গ্রুপে চর্চিত হচ্ছে। নানাজন নানা কথাও বলছেন এটি নিয়ে।
মনির বলেন, ‘মহেশ ভাট এসে শাকিব খানের সঙ্গে শুটিং সেটে বসে আড্ডা দিয়েছেন। বাংলাদেশের সিনেমা নিয়ে দুজনের কথা হয়েছে। দুই দেশের স্বার্থ সমুন্নত রেখে সিনেমার মাধ্যমে সম্পর্কটা কীভাবে আরও এগিয়ে যাওয়া যায়, আলাপে সেসব প্রাধান্য পেয়েছে। ভারতের সিনেমাশিল্পে এই পরিবারের অবদান অনেক, তা আমরা সবাই জানি। বাংলাদেশের সিনেমার ব্যাপারে তার আগ্রহের বিষয়টা ইতিবাচক। দুই দেশ মিলিয়ে সুন্দর কিছু হতেও পারে। দেখা যাক। বেরিয়ে যাওয়ার আগে তিনি শাকিব খানকে দাওয়াত দিয়েছেন।’
মনির জামান আরও জানান, মহেশ ভাট ‘বরবাদ’ ছবির ইউনিটে বাংলাদেশ থেকে যারা গেছেন, সবার সঙ্গে পরিচিত হন। হাসিমুখে কথা বলেন। ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ২২ অক্টোবর মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান।
সেখানকার একটি স্টুডিওতে ২৪ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেন। প্রথম লটে আগামী ১০ নভেম্বর পর্যন্ত শুটিং চলবে। ‘বরবাদ’ ছবিটির পরিচালক মেহেদী হাসান। শতাধিক নাটকের এই অভিনয়শিল্পী এবারই প্রথম সিনেমা বানাচ্ছেন। প্রথম পরিচালিত সিনেমায় ‘প্রিয়তমা’ সিনেমার আলোচিত জুটি শাকিব খান ও ইধিকা পালকে আবার পর্দায় হাজির করতে চলছেন মেহেদী হাসান।
‘বরবাদ’ পরিচালক মেহেদী হাসানের প্রথম সিনেমা শুনে তাকে শুভেচ্ছা জানান মহেশ ভাট। তার সঙ্গে একটি ছবি এর আগে ফেসবুকে পোস্ট করেছেন পরিচালক। তাতে দেখা যায়, হৃদয়কে জড়িয়ে তার গালে চুমু দিচ্ছেন মহেশ ভাট। পাশে দেখা যায় শুটিং ইউনিটের অনেককে। ছবিটি পোস্ট করে মহেশ ভাটকে ধন্যবাদ জানান পরিচালক হৃদয়।
অ্যাকশন ঘরানার এই সিনেমাটি আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির বেশির ভাগ অংশের শুটিং হবে ভারতে।