Homeপ্রবাসের খবরসান্তোসে ফেরা নিয়ে নেইমার বললেন, ‘এখানেই প্রকৃত ভালবাসা পাই’

সান্তোসে ফেরা নিয়ে নেইমার বললেন, ‘এখানেই প্রকৃত ভালবাসা পাই’


সৌদি ক্লাব আল হিলাল চুক্তি বাতিল করেছে এবং নেইমারের সান্তোসে ফেরার কথা নিশ্চিত করেছেন ক্লাবটির প্রেসিডেন্ট মার্সেলো তিসেইরা। এসবই পুরনো খবর। এবার সান্তোসে ফেরার কথা নিশ্চিত করে জানালেন নেইমার নিজে। জানালেন, ‘সান্তোসের সঙ্গে চুক্তিতে সই করবো আমি।’

সান্তোসে ফেরার নিশ্চয়তাই দেননি শুধু নেইমার জানিয়েছেন, নিজের সময়েই ফিরে যাচ্ছেন তিনি। যেখানে পেয়ে থাকেন প্রকৃত ভালবাসা।

৩২ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা নেইমার ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে তার সান্তো ফেরার ব্যাপারটি নিশ্চিত করার পাশাপাশি অতীতের কিছু ছবিও পোস্ট করেন। সেখানে লিখেছেন, ‘সান্তোস ফুটবল ক্লাবের চুক্তিপত্রে আমি সই করব। ক্লাবটি ও তাদের সমর্থকদের প্রতি আমার ভালোবাসা কখনো পাল্টায়নি।’

নেইমারের পোস্টে সান্তোসের হ্যান্ডল থেকে উত্তর দেওয়া হয়, ‘তোমার ঘর তোমার অপেক্ষায়। তোমার মানুষেরা তোমার অপেক্ষায়।’

২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত সান্তোসের বয়সভিত্তিক দলে খেলেছেন নেইমার। এরপর চার বছর খেলেছেন ক্লাবটির মূল দলে। ২০১৩ সালে এই সান্তোস থেকেই বার্সেলোনায় নাম লিখেন নেইমার।

প্রায় একযুগ ইউরোপ এবং এশিয়ায় কাটিয়ে আবার ফিরছেন নিজের শৈশবের ক্লাবে। নেইমার বলেন, ‘সান্তোস একমাত্র ক্লাব, যারা প্রকৃতই আমি যেমন চাই তেমন ভালবাসা উপহার দিতে পারে। আগামী বছরের (২০২৬ বিশ্বকা) জন্য আমি যে চ্যালেঞ্জ নিতে চাই, সেই চ্যালেঞ্জ জয় করার জন্যও এই ক্লাবটি আমার জন্য আদর্শ।’

পিএসজি থেকে ২০২৩ সালে আল হিলালে ৯০ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগ দেয়ার পর মাত্র ৭টি ম্যাচ খেলতে পেরেছিলেন নেইমার। সেখানেই বারবার গোড়ালি ও হাঁটুর ইনজুরিতে পড়েন তিনি। যা তার ক্যারিয়ারে বিশাল প্রভাব ফেলে।

ইএসপিএন জানিয়েছে, নেইমার আপাতত সান্তোসের সঙ্গে ৬ মাসের চুক্তি করবে। এরপর হয়তো আবার তিনি ইউরোপে ফিরে আসতে পারেন। সান্তোসের সঙ্গে তার তেমন কথা-বার্তাই চলছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয় স্থানীয় সংগীতশিল্পীদের নিয়ে কনসার্ট আয়োজনের মাধ্যমে নেইমারকে নিজেদের সমর্থকদের সামনে উপস্থাপন করবে ব্রাজিলিয়ান শীর্ষ লিগের ক্লাবটি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত