নতুন বছর একদমই ভালোভাবে শুরু হয়নি বলিউডের নবাব পরিবারের। অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলায় নড়েচড়ে বসে গোটা বলিউড।
এরপর পাগলের মতো হাসপাতালে দৌড়াতে থাকে তার পরিবার। এ সময়ই ২৪ জানুয়ারি মুক্তি পায় সারা আলি খানের বছরের প্রথম বিগ বাজেটের সিনেমা ‘স্কাই ফোর্স’।
সপ্তাহ শেষে সিনেমাটি শতকোটি রুপির ঘরে পা রাখতে যাচ্ছে।
‘স্কাই ফোর্স’ সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শক চাহিদায় ওপরের দিকে আছে। যার প্রভাব বক্স অফিসে পড়েছে। কারণ সপ্তাহ শেষে এটির আয় দাঁড়িয়েছে ৯৯.৭০ কোটি রুপি। এর মধ্যে গত বৃহস্পতিবার এর আয় একটু কম হয়। তবে ধারণা করা হচ্ছে, যেভাবে সিনেমাটির আয় অব্যাহত রয়েছে, তাতে করে এটি ২০০ কোটির ক্লাবে যাবে দ্রুত।
‘স্কাই ফোর্স’ সারার ক্যারিয়ারে দ্বিতীয় সিনেমা, যা প্রায় ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। এর আগে রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করা তার ‘সিম্বা’ সিনেমাটি ২০০ কোটির ওপর আয় করে। তবে বাবা সাইফ আলির ওপর হামলার পর এ সিনেমার কোনো ধরনের প্রচারণায় সারাকে দেখা যায়নি। সন্দীপ কেওলানি ও অভিষেক কাপুরের পরিচালনায় নির্মিত এ সিনেমাটি ভারতের প্রথম এবং সবচেয়ে বিধ্বংসী এয়ারস্ট্রাইকভিত্তিক চলচ্চিত্র। এতে সারা আলি খান ছাড়া আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার। এ ছাড়া এই সিনেমার মাধ্যমে মডেল বীর পাহাড়িয়া পা রেখেছেন বলিউডে।