অধিকার, সাফল্য ও নিরাপত্তা—তিনটিই ভিন্ন ভিন্ন মাত্রায় কাজ করে একজন নারীর জীবনে। নারীকে কিছু অধিকার দিয়ে দিলেই তারা সফল হয়ে ওঠে না। আর সেটাকেই ‘নারীর অগ্রগতি’ বলা যায় না। নারীর সফলতার পেছনে থাকতে হয় নিরাপত্তা। সাফল্যের নিরাপত্তা নয়, কাজ, জীবন ও আত্মপরিচয়ের নিরাপত্তা। অনেকে মনে করেন, নারীর ক্ষমতায়ন এই তিন বিষয়ের ওপর নির্ভর করে। এর প্রভাব নারীর ব্যক্তিগত তো বটেই, সামাজিক, রাষ্ট্রীয় এমনকি বৈশ্বিক… বিস্তারিত