ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমএস কোর্সে ভর্তিতে আবেদন চলছে। দেড় বছর মেয়াদি এ কোর্সের ভর্তিতে আবেদন ফি ১,৫০০ টাকা। আবেদনের ভর্তির যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে মনোবিজ্ঞানে ন্যূনতম সিজিপিএ ৩ অর্থাৎ ‘বি’ সহ ৪ বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। যেসব শিক্ষার্থী মনোবিজ্ঞানে ৪ বছরের স্নাতক সম্মান পরীক্ষা দিয়েছেন, তাঁরাও আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন।