জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১০:৪৮, ১ ফেব্রুয়ারি ২০২৫
আ.লীগ নেতা মাসুদ পারভেজ মুকুল ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম
জামালপুরে যৌনপল্লি থেকে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া, নিজ বাড়ি থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আরেক নেতাও গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক। এর আগে, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
যৌনপল্লি থেকে গ্রেপ্তার ওই নেতার নাম মাসুদ পারভেজ মুকুল। তিনি জেলার মেলান্দহ পৌর আওয়ামী লীগের সহসভাপতি। গ্রেপ্তার অপর নেতা সাইফুল ইসলাম আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর পৌর শাখার আহ্বায়ক।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি তারা। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা/শোভন/রাজীব