নোয়াখালীর হাতিয়া উপজেলায় আগুনে দগ্ধ হয়ে স্বামী–স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে স্বামীর এবং রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্ত্রীর মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন নিমাই চন্দ্র মজুমদার (৭০) ও তাঁর স্ত্রী মিলন বালা মজুমদার (৬২)। তাঁরা হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রামের মুনদার বাড়ির বাসিন্দা।