ঘূর্ণিঝড় দানার প্রভাবে ভারতের ওডিশা রাজ্যের ৩৫ লাখ ৯৫ হাজার মানুষ ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন। রাজ্যটির ১৪ জেলায় বন্যা দেখা দিয়েছে। রোববার রাজ্যের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সুরেশ পূজারি এসব তথ্য জানিয়েছেন।
সাংবাদিকদের সুরেশ পূজারি বলেন, ঘূর্ণিঝড় থেকে সুরক্ষার জন্য ওডিশার ৮ লাখ ১০ হাজার ৮৯৬ জনকে ৬ হাজার ২১০টি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছিল। ঘূর্ণিঝড়ের কারণে কেন্দ্রপাড়া, বালাসোর ও ভদ্রক জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।