Homeজাতীয়বরিশালের শীর্ষস্থান দখল

বরিশালের শীর্ষস্থান দখল


চলমান বাংলাদেশ প্রিমিয়া্র লিগের (বিপিএল) প্লে-অফ রেসে শুধু টিকে আছে ৩টি দল। চিটাগং কিংস, দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের মধ্যে দুটি দল যাবে শেষ চারে। আগেই রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল প্লে-অফ নিশ্চিত করেছে। সবার আগে ছিটকে গেছে সিলেট স্ট্রাইকার্স, আজ ছিটকে গেছে ঢাকা ক্যাপিটালস। দুপুরে রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়ে দেয় চিটাগং কিংস। তাতেই ফরচুন বরিশাল শীর্ষে উঠে যায়। আর চিটাগংয়ের জয়ে ঢাকা ক্যাপিটালসের প্রাথমিক পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে যায়। 

 

সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে সেই শীর্ষস্থান পাকাপোক্ত করেছে বরিশাল। ১১তম ম্যাচে এটি নবম জয় তাদের। ১৮ পয়েন্ট নিয়ে এককভাবে এখন শীর্ষে গত আসরের চ্যাম্পিয়নরা। এদিন আগে ব্যাট করতে নেমে ঢাকা ১৫.৩ ওভারে ৭৩ রানে গুটিয়ে যায়। এটি চলতি আসরের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। 

থিসারা পেরেরা ১১ বলে সর্বোচ্চ ১৫ রান করেন। ৩টি করে উইকেট নেন মোহাম্মদ নবি, তানভীর ইসলাম ও ফাহিত আশরাফ। জবাবে মাত্র ৬.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৭ রান তুলে জয় ছিনিয়ে নেয় বরিশাল। ডেভিড মালান ১৬ বলে ৫ চার, ২ ছক্কায় ৩৭ ও তামিম ইকবাল ১৪ বলে ৪ চারে ২১ রানে অপরাজিত থাকেন। 

ঢাকা ক্যাপিটালস ১১ ম্যাচে অষ্টম হারে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে। আরেকটি ম্যাচ বাকি তাদের। ওদিকে খুলনা বৃহস্পতিবার রংপুর রাইডার্সের বিপক্ষে বেলা ১টা ৩০ মিনিটে মাঠে নামবে। এই ম্যাচটি হারলেই খুলনা ছিটকে যাবে প্লে-অফ রেস থেকে। ১০ ম্যাচ থেকে ৮ পয়েন্ট তাদের। চিটাগংয়ের সমান ১২ পয়েন্ট নিয়ে খুলনার চেয়ে এগিয়ে আছে রাজশাহী।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত