Homeখেলাধুলার‍্যাঙ্কিংয়ে উত্থান: শীর্ষ দশে নাহিদা, এগিয়ে গেলেন নিগারও

র‍্যাঙ্কিংয়ে উত্থান: শীর্ষ দশে নাহিদা, এগিয়ে গেলেন নিগারও


বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরটি ভালো কাটেনি। তবে সিরিজ হারলেও র‍্যাঙ্কিংয়ে এসেছে সুখবর! সদ্য প্রকাশিত আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন টাইগ্রেসদের স্পিনার নাহিদা আক্তার। ব্যাটিং বিভাগেও উন্নতি করেছেন নিগার সুলতানা, শারমিন আক্তার এবং সোবহানা মোস্তারী। তবে কিছুটা পিছিয়েছেন অভিজ্ঞ ব্যাটার ফারজানা হক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। এরই পুরস্কার হিসেবে এক ধাপ এগিয়ে আইসিসির সেরা দশে প্রবেশ করেছেন তিনি। একই সঙ্গে ৮ ধাপ লাফিয়ে ৩১ নম্বরে উঠেছেন তরুণ লেগস্পিনার রাবেয়া। উন্নতি করেছেন ফাহিমা খাতুন ও মারুফা আক্তারও।

ব্যাটিংয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে বাংলাদেশিদের মধ্যে। অধিনায়ক নিগার সুলতানা ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩২তম স্থানে। শারমিন আক্তারও উন্নতি করে উঠে এসেছেন ৩৯তম স্থানে। তবে ব্যাটিংয়ে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিং থাকা ফারজানা হক দুই ধাপ পিছিয়ে এখন ২১তম স্থানে।

সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজে উজ্জ্বল ছিলেন না শুধু বাংলাদেশি ক্রিকেটাররাই, ক্যারিবীয় ক্রিকেটারদের মধ্যেও বেশ কিছু উন্নতি দেখা গেছে। বোলারদের তালিকায় আফি ফ্লেচার ৫ ধাপ এগিয়ে ২৩তম স্থানে পৌঁছেছেন, আর কারিশমা রামহারাক ১০ ধাপ লাফিয়ে উঠে এসেছেন ৩৫ নম্বরে। ব্যাটিংয়ে তিন ধাপ এগিয়ে ৩৫তম স্থানে পৌঁছেছেন ক্যারিবীয় অলরাউন্ডার ডিয়েন্দ্রা ডটিন।

বাংলাদেশ নারী দলের সাম্প্রতিক পারফরম্যান্স কিছুটা ওঠানামার মধ্য দিয়ে গেলেও আইসিসি র‍্যাঙ্কিংয়ে ব্যক্তিগত পারফরম্যান্সের এমন উত্থান দলকে আত্মবিশ্বাস জোগাবে। সামনের সিরিজগুলোতে টাইগ্রেসরা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়!





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত