নেভাডায় গত শনিবার এক সমাবেশে ট্রাম্প পরবর্তী মেয়াদে প্রেসিডেন্ট হওয়া না হওয়া নিয়ে মজা করেন। তিনি বলেন, ‘শুধু একবার নয়, বরং দুবার অথবা তিনবার বা চারবার দায়িত্ব পালন করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান হবে।’
এ সময় দর্শকেরা হাসিতে ফেটে পড়ার আগেই ট্রাম্প যোগ করেন, ‘ভুয়া খবরের জন্য শিরোনাম।’
তারও আগে গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পর রিপাবলিকান দলের কংগ্রেসম্যানদের এক আয়োজনে ট্রাম্প বলেছিলেন, ‘আমার মনে হয়, আমি আর প্রার্থী হব না, যদি না আপনারা সেটা বলেন।’