Homeবিনোদনগানে ফিরছেন সাবিনা ইয়াসমিন

গানে ফিরছেন সাবিনা ইয়াসমিন


এক বছরের বেশি সময় পর গানে ফিরছেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। এরই মধ্যে রিহার্সাল শুরু করেছেন টিমের সঙ্গে। ৩১ জানুয়ারি গান নিয়ে মঞ্চে উঠবেন সাবিনা ইয়াসমিন। পরপর দুই দিন এইচএসবিসির করপোরেট শোতে গান গাইবেন তিনি। একই আয়োজনে আগামী ১৮ ফেব্রুয়ারি গাইবেন চট্টগ্রামে। পাশাপাশি নতুন গানের রেকর্ডিংয়ের জন্যও প্রস্তুতি নিচ্ছেন তিনি। গতকাল আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন শিল্পী সাবিনা ইয়াসমিন।

সাবিনা ইয়াসমিন বলেন, ‘এইচএসবিসির তিনটি করপোরেট অনুষ্ঠানে গান গাইব। তিনটিই আমার একক গানের অনুষ্ঠান। ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ঢাকার দুটি অনুষ্ঠানে গাইব। এরপর তাদেরই আরেকটি অনুষ্ঠানে গাইব চট্টগ্রামে। সেটা হবে ১৮ ফেব্রুয়ারি। নিজের পছন্দের গানগুলোর পাশাপাশি শ্রোতাদের পছন্দের গানও গাইবার চেষ্টা করব। প্রায় এক বছরের বেশি সময় পর গান নিয়ে মঞ্চে উঠছি। খুবই ভালো লাগছে। এরই মাঝে টিমের সঙ্গে রিহার্সাল করছি। সর্বশেষ মঞ্চে গান গেয়েছিলাম অস্ট্রেলিয়াতে।’

নতুন গানের খবর জানতে চাইলে সাবিনা ইয়াসমিন বলেন, ‘নতুন গান করার ব্যাপারে কয়েকজন আমার সঙ্গে কথা বলেছেন। গানগুলো ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে রিলিজ দিতে চান। ইতিবাচক আলোচনা হয়েছে। চূড়ান্ত হলে গানের গীতিকার, সুরকারের নামসহ বিস্তারিত জানাতে পারব।’ সিনেমার কোনো গান করছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সিনেমার কোনো গান নিয়ে এখনো কারও সঙ্গে আলোচনা হয়নি। তবে যেহেতু আমি গানের শিল্পী, আলোচনা হলে, ভালো লাগার মতো গান হলে অবশ্যই গাইব।’

সর্বশেষে ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেছেন সাবিনা ইয়াসমীন। এরপর দেশে ফিরলেও নতুন কোনো অনুষ্ঠানে অংশ নেননি। গত বছরের শুরুর দিকে আবার তাঁর অসুস্থতার খবর প্রকাশ পায়। সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, ক্যানসারের চিকিৎসার পর নিয়মিত ফলোআপে সিঙ্গাপুর যেতে হয়েছে। একপর্যায়ে আবার অসুস্থতা দেখা দিলে গত বছর ৭ ফেব্রুয়ারি তাঁর অস্ত্রোপচার হয়, এরপর রেডিওথেরাপি নিতে হয়। ইচ্ছে করেই নিজের অসুস্থতার খবর সবাইকে জানাতে চাননি তিনি। চিকিৎসা শেষে গত মে মাসে ঢাকায় ফেরেন সাবিনা। এখন শরীর কেমন জানতে চাইলে সাবিনা ইয়াসমিন বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন পুরোপুরি সুস্থ আছি। সবার দোয়ায় ভালো আছি এখন। আল্লাহর অশেষ রহমত, দেশবাসীর দোয়া আর মনের জোর ছিল বলেই বিপদ কাটিয়ে উঠতে পেরেছি।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত