শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ছবি ও নাম সরিয়ে নিতে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার (২৭ অক্টোবর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ প্রক্টরের মাধ্যমে উপাচার্য বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি যে, ৫ আগস্ট ছাত্র-জনতার মহান বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার হাসিনা সরকারের পতন ও পালানোর পরও যার হাতে সহস্রাধিক শহীদ ভাইদের রক্ত লেগে আছে, সেই ফ্যাসিস্ট হাসিনা ও তার পরিবারের নামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় নাম, ছবি, লিখনি ও ফলক অপসারণ করা হয়নি। যেটি জুলাই-আগস্ট গণহত্যার চেতনার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক বলে আমরা মনে করি।
আমরা সাধারণ শিক্ষার্থীরা অনতিবিলম্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা ও তার পরিবারের নাম, ছবি এবং বিভিন্ন স্মৃতি সম্বলিত যেসব নিদর্শন আছে সেগুলোর দ্রুত অপসারণ চাই।
স্মারকলিপি প্রদানকারী ও স্বাক্ষরকারীরা জানান, স্বৈরাচার শেখ হাসিনার আমলে অধিকাংশ সরকারি প্রতিষ্ঠান তার পরিবারের সদস্যদের নামে নামকরণ করা হয়েছে। এগুলো জনগণের সম্পদ, কারো নিজস্ব বা পরিবারের না। এখন সময় এসেছে এগুলোর নাম, ছবি ও নিদর্শন অপসারণের। ভবিষ্যতেও এমন ঘৃণ্য কাজ কেউ না করুক আমরা সেই আশা রাখি।
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিরোধিতা করেছে এমন অনেকের নাম, পদবি ও বিভিন্ন নিদর্শন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে আছে জানিয়ে তা সরিয়ে নেওয়ার জন্য একটি স্মারকলিপি আমরা পেয়েছি। এমন অনেকগুলো পত্র আমাদের কাছে জমা হয়েছে। প্রশাসনিক মাধ্যমে পদক্ষেপ নিয়ে এগুলোর সমাধান করা হবে।