পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার পদে নতুন নিয়োগের আদেশ জারি করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) রাতে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে প্রো-ভাইস চ্যান্সেলর এবং জিনতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর মো. আব্দুল লতিফকে ট্রেজারার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। উভয় নিয়োগের মেয়াদ হবে চার বছর, যা তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তার বর্তমান পদমর্যাদার সমপরিমাণ বেতনভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। একইভাবে প্রফেসর মো. আব্দুল লতিফ ট্রেজারার পদে মাসিক সম্মানী ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। তারা বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন এবং সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।
এই নিয়োগসমূহ জনস্বার্থে জারি করা হয়েছে এবং প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক যে কোনো সময় বাতিল করা যেতে পারে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ বলেন, ‘জুলাই বিপ্লবের শহীদরা যে আত্মত্যাগ করেছে, তাদের সে ত্যাগকে ধারন করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যেন আমি পবিপ্রবির জন্য কাজ করতে পারি এবং এতে সবার সহযোগিতা কামনা করছি। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে আমার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি।’
নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর ড. এস এম হেমায়েত জাহান বলেন, ‘সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে সততা ও সচ্ছতার সঙ্গে সামনে আরও এগিয়ে নিতে চাই। এখানে কোনো পক্ষ থাকবে না, বিশ্ববিদ্যালয় হবে আমাদের সবারর। হাতে হাত রেখেই আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যাব।’