Homeজাতীয়একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে: মির্জা আব্বাস

একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে: মির্জা আব্বাস


আজকে দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে মির্জা আব্বাস বলেন, একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারা এমন ভাব করছেন যেন কিছুই জানেন না। মাঝে মাঝে টুক করে বিএনপি সম্পর্কে দু-একটি কথা বলে ফেলেন। কেউ কেউ বলছে বিএনপি নাকি ১/১১ আনার পায়তারা করছে। ১/১১ এ-র ভয়াবহ পরিণতি বিএনপির চাইতে কেউ বেশী ভোগ করে নাই।

মির্জা আব্বাস বলেন, আরাফাত রহমান কোকোকে চৌকসভাবে হত্যা করা হয়েছে। একদিকে মা অসুস্থ, ভাইকে শারীরিকভাবে নিষ্ঠুরতম অত্যাচার করে দেশত্যাগে বাধ্য করা হয়েছে। তখন কোকোকে অসুস্থ অবস্থায় দেশত্যাগে বাধ্য করা হয়। আর লাশ হয়ে দেশে ফিরেন।

তিনি বলেন, দেশের স্বাধীনতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসে শহীদ জিয়া এবং তার পরিবারের ইতিহাস বিরল। খালেদা জিয়া তার স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন। বিনাদোষে সাতবছর বন্দী ছিলেন। আজকে অনেকে জিয়া পরিবারের অবদানকে অবজ্ঞা করছেন। এই অবজ্ঞা শুধু জিয়া পরিবারকে নয়, দেশ ও গণতন্ত্রের প্রতি অবজ্ঞা। 

লিংক:-https://youtu.be/gx3ZqSP_Ntg?si=x8XNTghReI2ygTUa





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত