Homeদেশের গণমাধ্যমেআমেরিকান উৎসবে নুহাশের ‘২ষ’

আমেরিকান উৎসবে নুহাশের ‘২ষ’


নুহাশ হুমায়ূন, এ সময়ের দেশের একজন অন্যতম তরুণ নির্মাতা। তার নির্মাণ মানেই দর্শক পাবে ভিন্ন কিছুর স্বাদ। তারই ধারাবাহিকতায় দর্শকদের জন্য নুহাশ নিয়ে এসেছে ভয়ের অন্যরকম এক ব্যাখ্যা। যেখানে নেই হরর কনটেন্টের প্রচলিত ধারণা বরং রয়েছে মানুষের অন্তর্গত লালসা, ক্রোধকে ভয়ের গল্পের মাধ্যমে বর্ণনা করার মুন্সিয়ানা।

নুহাশ পরিচালিত চার পর্বের সিরিজ ‘২ষ’ মুক্তি পায় ১৯ ডিসেম্বর। এবার সিরিজটি জায়গা করে নিলো সাউথ বাই সাউথওয়েস্ট (এসএক্সএসডব্লিউ) চলচ্চিত্র উৎসবে। এ বিষয়ে নুহাশ জানান, “এসএক্সএসডব্লিউ ফিল্ম ও টিভি উৎসব একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উৎসব। সেখানে ‘২ষ’ এর প্রিমিয়ার হওয়ায় নির্মাতা খুবই আনন্দিত। সিরিজের কলাকুশলী, অভিনয়শিল্পীসহ পুরো ইউনিটকে নুহাশ হুমায়ূন ধন্যবাদ দিয়েছেন। তিনি বলেন, ’আমি খুবই আনন্দিত এবং সবার প্রতি কৃতজ্ঞ। তারা ছাড়া সম্পূর্ণ স্থানীয় গল্প ও ঢংয়ে এমন আন্তর্জাতিক মানের কাজ করা সম্ভব ছিল না।”

সিরিজটির প্রথম সিজন ’পেট কাটা ষ’- এর প্রিমিয়ার হয়েছিলো রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে।
‘২ষ’ সিরিজের একটি দৃশ্য উৎসবের এপিসোডিক ক্যাটাগরিতে হবে ‘২ষ’- এর প্রিমিয়ার। ৭-১৫ মার্চ হবে উৎসব, এর মধ্যে যে কোনো একদিন প্রিমিয়ার হবে বলে জানান নুহাশ।

তিনি আরও জানান, এর আগে এই ক্যাটাগরিতে প্রিমিয়ার হয়েছে এইচবিও অরিজিনাল ‘ব্যারি’, ‘সিলিকন ভ্যালি’, প্রাইম ভিডিওর ‘মিস্টার রোবট’। ‘২ষ’ সিরিজের একটি দৃশ্য নুহাশ হুমায়ূন ও তার মা গুলতেকিন খানের গল্পে সিরিজের পর্বগুলো হলো ‘ওয়াক্ত’, ‘ভাগ্য ভালো’, ‘অন্তরা’ ও ‘বেসুরা’।

প্রতিটি গল্পের রয়েছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। নুহাশ জানান, ‘ভাগ্য ভালো’ গল্পটি ভাইরাল হওয়া এক জ্যোতিষীকে নিয়ে। অতিপ্রাকৃতিক বিবাহিত জীবন নিয়ে গড়ে উঠেছে ‘অন্তরা’- এর গল্প। সুর–ছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প থাকছে ‘বেসুরা’- তে। আর ‘ওয়াক্ত’-  এ আছে ৫ বন্ধুর ৫টি ভিন্ন সময়ে, ৫ ধরনের পরিণতির গল্প। নুহাশ হুনায়ূন ‘২ষ’  সিরিজে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত,আবদুল্লাহ আল সেন্টু, রাফায়াতুল্লাহ সোহান, মোশাররফ করিম, টুনটুনি হামিদ, আদনান আদীব খান, সামিয়া অথৈ, কাজী নওশাবা আহমেদ, আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, সুমাইয়া শিমু, মান্, মোঃ ইসলাম উদ্দিন পালাকার, এরফান মৃধা শিবলু প্রমূখ।   





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত