এক ফেসবুক পোস্টে একটি মঞ্চ নাটকের উদাহরণ টেনে পিনাকী ভট্টাচার্য লিখেন, “এই বিশাল কাহিনী বলার কারণ হচ্ছে, ফেইসবুকে আজকে মহামাতম, ভাবখানা এমন বিপ্লব পরাজিত হয়েছে। হাসিনা আসবো আসবো করতেছে। শুধু হাসিনা না হাসিনার দল চিরতরে প্যাকেট হয়ে গেছে। আর বিপ্লব হচ্ছে সেই রাজপুত্র যা সব অন্ধকারের শক্তিকে একাই খেলে দিতে পারে। ওই রাজপুত্রকে ধারণ করার মতো কোন রাজনৈতিক শক্তি নাই এখনো। কিন্তু সেই রাজনৈতিক শক্তি উত্থিত হবে বিপুল শক্তি নিয়ে।”
এরপর তিনি লিখেন, “বাংলাদেশ আর কখনো পাঁচই আগষ্টের আগে ফিরে যাবেনা। বিপ্লবের শক্তি, উত্তাপ আর হিম্মত এখনো অটুট আছে। ভয় নেই, ষড়যন্ত্র, হতাশা, স্বপ্নভঙ্গকে উৎরে আমরা শুধু সামনেই যাবো, পিছনে না।”