Homeজাতীয়স্বল্পমেয়াদী না দীর্ঘমেয়াদী!

স্বল্পমেয়াদী না দীর্ঘমেয়াদী!


বাংলাদেশের জনগণ স্বল্পমেয়াদী সংস্কার চাইলে নির্বাচন হবে এ বছরের শেষে, আর দীর্ঘমেয়াদী সংস্কার চাইলে নির্বাচন হবে আরো ছয় মাস পর। আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির ঘটনা নথিভুক্ত হওয়া উচিত এবং তা গবেষণার বিষয়বস্তু হতে পারে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে একটি সংলাপে এ মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল, সমাজের সামগ্রিক পরিবর্তন। 

সুইজারল্যান্ডের ডাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন, সেখানে ডব্লিউইএফ এর প্রতিষ্ঠাতা ক্লাউসবের আয়োজনে একটি একক অনুষ্ঠানে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের শুরুতে প্রধান উপদেষ্টা জানান, কিভাবে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন।

 

তিনি বলেন, “My first response was no, sorry to you. But they will not give up. Finally i said, take time, find it, see, people around you. I’m sure, you will have lots of options for you. No, without found any options, so you are go on. That’s how i got, involved there.”

অনুষ্ঠানে বিগত স্বৈরাচারী সরকারের অপকর্মের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির আলাদা রেকর্ড থাকা প্রয়োজন এবং এ নিয়ে গবেষণা হওয়া উচিত। 

 

এরপর ডক্টর ইউনূস কথা বলেন বিগত সরকারের দমন পীড়ন নিয়ে, জানান তিনি নিজেও সে সময় জেলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি বলেন, পরিবার পরিজন তাকে প্যারিস থেকে দেশে ফিরতেও নিষেধ করেছিল। এ সময় তিনি কথা বলেন সংস্কার কমিশন ও জুলাই চার্টার নিয়ে। তিনি জানান, কমিশন গুলোর সুপারিশের উপর ভিত্তি করে করা হবে সংস্কার। জনগণ স্বল্পমেয়াদী সংস্কার চাইলেন নির্বাচন হবে এ বছরের শেষে, আর দীর্ঘমেয়াদী সংস্কার চাইলে নির্বাচন হবে আরো ছয় মাস পরে। 

 

প্রধান উপদেষ্টা বলেন, তরুণ প্রজন্ম নিয়ে তার আশার শেষ নেই। তিনি জানান, ভোটদানের সর্বনিম্ন বয়স ১৬ হওয়ার পক্ষপাতী তিনি। পরিপক্ষতার ক্ষেত্রে ১৬ আর ১৮ বছর বয়সের পার্থক্য নেই। বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ত্রুটিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে একজনকে চাকরির জন্য প্রস্তুত করা হলেও, এই প্রজন্ম উদ্যোক্তাদের। 

জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল, সমাজের সামগ্রিক পরিবর্তন এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান।

মো. মহিউদ্দিন





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত