Homeদেশের গণমাধ্যমেমধ্যরাতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

মধ্যরাতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ


রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মধ্যরাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়কে বিক্ষোভ মিছিল করেছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১১টার দিকে তারা তেজগাঁও সাতরস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় ১ ঘণ্টা পর সড়ক ছেড়ে যান।

শিক্ষার্থীদের দাবি, পলিটেকনিক ইনস্টিটিউটের কারিগরী শিক্ষার মান উন্নয়নের জন্য কিছু দিন ধরে সরকারের কাছে ছয় দফা দাবি জানিয়ে আসছিলেন। এ কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ৭ জন শিক্ষার্থীকে ঢাকার বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি করা হয়। এর প্রতিবাদেই তারা বিক্ষোভ মিছিল করেছেন। 

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা জানান, আমরা আমাদের কারিগরি মানোন্নয়নের যৌক্তিক দাবি জানিয়েছি। এটা শুধু আমাদের জন্য নয়, আমাদের ভবিষ্যৎ শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার উন্নয়ন হবে। দেশে দক্ষতাপূর্ণ মানুষ তৈরি হবে। অথচ এই যৌক্তিক দাবি জানানোর জন্য আমাদের সাত জন সমন্বয়ককে ঢাকা পলিটেকনিক থেকে অন্য ইনস্টিটিউটে বদলি করা হয়েছে। যাতে করে ছয় দফা দাবি দামাচাপা দেওয়া যায়। 

জানা যায়, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বৈষম্যবিরোধী কয়েকজন সমন্বয়ক ছয় দফা দাবিতে গত কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবি আদায়ে গত ৯ জানুয়ারি রাতে তারা তেজগাঁও সাতরাস্তা অবরোধ করেন। প্রায় ৪ ঘণ্টা সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ ও পলিটেকনিক কর্তৃপক্ষের আশ্বাসে সড়ক ছেড়ে যান। 

সুমাইয়া ইয়াসমিন নামে পলিটেকনিকের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের ছয় দফা আন্দোলনের পরিপেক্ষিতে সাত জন সমন্বয়ককে দেশের বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানে বদলি করেন অধ্যক্ষ। যার কারণে বৃহস্পতিবার রাত ১০টার দিকে আমরা হল থেকে বেরিয়ে বিক্ষোভ করেছি। আমাদের ভাইদের বদলি বাতিল করে ছয় দফা দাবি মেনে না নিলে আরও কঠোর অবস্থানে যাবো।’ 

এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী শামীমুর রহমান বলেন, ‘গত কিছু দিন ধরে কিছু দাবি নিয়ে পলিটেকনিকের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। তাদের কয়েকজন শিক্ষার্থীকে সরকারি বিভিন্ন কারিগরি ইনস্টিটিউটে বদলি করার প্রতিবাদে তারা ক্যাম্পাসের সামনে বিক্ষোভ মিছিল করেছে। তবে সড়ক অবরোধ করে নাই। তারা প্রায় ১ ঘণ্টা বিক্ষোভ মিছিল করে রাত ১২টার মধ্যে যার যার হলে চলে গেছে।’   

শিক্ষার্থীদের ৬ দফা দাবি

কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষাবহির্ভূত কোনও জনবল না রাখা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদি করা এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদের ৬ মাস করা, ২০২১ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ক্র্যাফট ইন্সট্রাক্টরদের কারিগরি অধিদফতর এবং সব প্রতিষ্ঠান থেকে অপসারণ করা, কারিগরি সেক্টরে সব শূন্য পদে কারিগরি জনবল নিয়োগ দ্রুত সম্পূর্ণ করা, কারিগরি শিক্ষা অধিদফতরের সব নিয়োগ বিধিমালা সংশোধন করা এবং উপসহকারী প্রকৌশলী ১০ম গ্রেড পদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ব্যতীত অন্য কাউকে আবেদনের সুযোগ না দেওয়ার দাবিতে আন্দোলনে নামে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত