Homeজাতীয়স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনছে বাংলালিংকের মালিক ভিওন

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনছে বাংলালিংকের মালিক ভিওন


বাংলাদেশে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা আনতে যাচ্ছে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের উদ্যোক্তা প্রতিষ্ঠান ভিওন লিমিটেড। দুবাইভিত্তিক টেলিযোগাযোগ কোম্পানি ভিওন লিমিটেড ইলন মাস্কের স্টারলিংকের সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর আলোচনা করছে। যাতে ইউক্রেনের বাইরেও স্যাটেলাইট নির্ভর সেলুলার সেবা প্রদান করা যায়।

মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ভিওন গ্রাহকদের কাছে স্থলভিত্তিক নেটওয়ার্ক না পৌঁছানো এলাকা, যেমন—পাকিস্তান, বাংলাদেশ, কাজাখস্তান ও উজবেকিস্তানে স্যাটেলাইটভিত্তিক সংযোগ সেবা দিতে চায় বলে জানিয়েছেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যান তেরজিওগ্লু। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ক্যান তেরজিওগ্লু বলেন, ‘এটি কেবল যুদ্ধ পরিস্থিতি নিয়ে নয়। স্থলভিত্তিক নেটওয়ার্কের সীমাবদ্ধতা আছে। বন্যা বা জ্বালানি সংকটের সময়—যা আমাদের বাজারগুলোতে প্রায়ই ঘটে—আমরা বিশ্বাস করি বাজারগুলোতে স্যাটেলাইটভিত্তিক এবং স্থলভিত্তিক উভয় ধরনের নেটওয়ার্ক কাভারেজের প্রয়োজন।’

ভিওনের ইউক্রেনের সহযোগী প্রতিষ্ঠান কিইভস্টার পিজেএসসি। এটি ইউক্রেনের বৃহত্তম মোবাইল অপারেটর। গত মাসে স্টারলিংকের সঙ্গে একটি চুক্তি করেছে কিইভস্টার পিজেএসসি। তারা এই বছরের চতুর্থ প্রান্তিকে স্যাটেলাইট-টু-সেল টেক্সট মেসেজ সেবা চালুর পরিকল্পনা করেছে। পরে ভয়েস এবং ডেটা সেবাও দেওয়া হবে।

স্টারলিংক এমন কয়েকটি কোম্পানির একটি যারা স্যাটেলাইট ব্যবহার করে ভোক্তা স্মার্টফোনে সংযোগ প্রদান করতে চায়। তবে এই সেবা এখনো বাণিজ্যিক ক্ষেত্রে ব্যাপকভাবে পাওয়া যায় না। তবে, যেকোনো চুক্তির জন্য স্পেকট্রাম বরাদ্দ প্রয়োজন। এই বিষয়টি ব্যয়বহুল এবং সব সময় সহজলভ্য নয় বলে জানিয়েছেন তেরজিওগ্লু।

তেরজিওগ্লু জানান, ভিওনের প্রবৃদ্ধি কৌশল হলো কম সেবা-প্রাপ্ত বাজারগুলোতে টেলিকম সংযোগ প্রদান করা এবং তারপর আর্থিক সেবা ও বিনোদনের মতো খাতে সম্প্রসারণ করা। ভিয়েতনাম, ইথিওপিয়া এবং মেক্সিকো এমন বাজার যেগুলোতে ভিওনের আগ্রহ রয়েছে বলে তেরজিওগ্লু জানিয়েছেন। তিনি বলেন, ‘এই দেশগুলোতে কম কার্যকর সম্পদের সন্ধান আমরা নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছি।’

উল্লেখ্য, ভিওন লিমিটেড বাংলালিংকের মূল মালিক প্রতিষ্ঠান গ্লোবাল টেলিকম হোল্ডিংয়ের ৫১ দশমিক ৯ শতাংশ শেয়ারের মালিক।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত