Homeদেশের গণমাধ্যমেকোকোর দশম মৃত্যুবার্ষিকী আজ

কোকোর দশম মৃত্যুবার্ষিকী আজ


বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্তেকাল করেন ক্রীড়া সংগঠক কোকো।

আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে বিএনপি। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলে বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসসহ দলটির কেন্দ্রীয়, মহানগর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।

এর আগে শুক্রবার সকাল ১০টায় বনানীতে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে কোরআন তেলাওয়াত করা হবে। এ সময় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

এছাড়া শুক্রবার বাদ আসর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কোকোর জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে দলটির স্থায়ী কমিটি সদস্যসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

এছাড়া আরাফাত রহমান কোকোর জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি। লন্ডনের স্থানীয় সময় বাদ আসর ব্রিকলেন জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

কেএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত