Homeদেশের গণমাধ্যমেসিলেটকে হারিয়ে প্লে অফের রেসে টিকে থাকলো খুলনা

সিলেটকে হারিয়ে প্লে অফের রেসে টিকে থাকলো খুলনা


টানা তিন হারে বিপর্যস্ত সিলেট স্ট্রাইকার্স। তাদের নামের পাশে আরও একটি হার যুক্ত হলো। বৃহস্পতিবার খুলনা টাইগার্সের বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরেছে সিলেট। শেষ ওভারে ম্যাচ জমিয়ে তুলেছিলো সিলেটের পেসার রিচ টপলে। খুলনার জিততে প্রয়োজন ছিলো শেখ ওভারে ৫ রান। প্রথম ৪ বলে মাত্র ২ রান নিতে পারে খুলনা। তবে পঞ্চম বলে বিশাল ছক্কায় দারুন এক জয় তুলে নেয় খুলনা। এই জয়ে প্লে-অফের রেসে টিকে রইলো তারা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের চলতি বিপিএলের শেষ ম্যাচে সিলেট ও খুলনা মুখোমুখি হয়েছিলো। আগে ব্যাটিং করে সিলেট নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫২ রান করে। জবাবে খেলতে নেমে মেহেদী হাসান মিরাজ ও নাঈম শেখের দারুন ব্যাটিংয়ে ৭ ওভারে ৬৮ রানের জুটি গড়ে ফেলে তারা। এই জুটির উপর দাঁড়িয়েই মূলত জয়ের ভীতটা পেয়ে যায় তারা। নাঈম শেখ ২০ রানে আউট হলে জুটি ভাঙ্গে তাদের। এরপর আফিফ হোসেন (৩), মেহেদী হাসান (৭০) ও মাহিদুল ইসলাম অঙ্কন (১৭) রানে আউট হলে বাকি পথটা অনায়াসেই পেরিয়ে যান অ্যালেক্স রস (২০) ও উইলিয়াম বোসিস্টো (১৯)। অধিনায়ক মিরাজ ৫০ বলে ৮ চার ও ২ ছক্কায় ৭০ রানের ইনিংস খেলেন।

সিলেটের বোলারদের মধ্যে নাহিদুজ্জামান দুটি এবং সুমন খান ও সামিউল্লাহ শিনওয়ারি একটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিলেট স্ট্রাইকার্স। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হলেও সেটি ধরে রাখতে পারেনি তারা। প্রথম ৮ ওভারে সিলেটের সংগ্রহ ৮০ রান। বড় সংগ্রহ যখন সময়ের ব্যাপার ছিল, তখনই খেই হারায় সিলেট। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে ১৫২ রানে অলআউট হয় তারা। সিলেটে হয়ে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন জর্জ মানসে। এছাড়া জাকির হাসানের ব্যাট থেকে আসে ৩২ বলে ৪৪ রানের ইনিংস। এই দুই ব্যাটার ছাড় কেবল সুমন খান দুই অঙ্কের ঘরে (১২) রান করতে পেরেছেন।

খুলনার পক্ষে দুটি করে উইকেট নেন আবু হায়দার, হাসান মাহমুদ ও সালমান ইরশাদ। একটি করে উইকেট পান নাসুম, মিরাজ ও আমের।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত