Homeদেশের গণমাধ্যমেস্নাতকে ৪-এ ৩.৯৯ পেয়ে প্রথম ঢাবি শিবিরের প্রচার সম্পাদক সাজ্জাদ

স্নাতকে ৪-এ ৩.৯৯ পেয়ে প্রথম ঢাবি শিবিরের প্রচার সম্পাদক সাজ্জাদ


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন সিজিপিএ-৪ এর মধ্যে ৩.৯৯ পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তার স্নাতক শ্রেণির চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়।

সাজ্জাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারে অধ্যয়ন করছেন তিনি। স্নাতকোত্তর সমাপ্ত করে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

ফলাফল সম্পর্কে জানতে চাইলে সাজ্জাদ বলেন- আলহামদুলিল্লাহ, স্নাতকের ফলাফল প্রকাশিত হলো আজ। সিজিপিএ-৪ এর মধ্যে ৩.৯৯ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছি। এর মধ্যে দিয়ে আমার গ্র্যাজুয়েশন সম্পন্ন হলো।

স্নাতকের ফল পেয়ে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, আমার এই ছোট্ট রেজাল্টের পেছনে যতটা না আমার মেহনত ভূমিকা রয়েছে, তার চেয়ে বেশি প্রভাব ফেলেছে আমার বাবা-মায়ের দোয়া। প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত সকল শিক্ষকের দেওয়া তালিম এবং আমার সার্কেল ও ভাই-বন্ধুদের সোহবত। আমি আমার এই ফলাফলকে তোহফা দিচ্ছি— আমার বাবা, মা, একমাত্র ছোট বোনকে।

এর আগে গতকাল বুধবার (২২ জানুয়ারি) ২০২৫ সেশনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশিবিরের ১৮ সদস্যবিশিষ্ট ইসলামী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্য ঘোষিত কমিটিতে তিনি প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

প্রসঙ্গত, সাজ্জাদ গাজীপুরের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন করে ২০১৯-২০ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগে ভর্তি হন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী। একাডেমিক পড়াশোনা ও রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন ভাষার বই অনুবাদ করেন। সাজ্জাদের অনুবাদ করা বইয়ের সংখ্যা প্রায় ২০টি।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত