হ্যাঁ ঠাকুরঝি, কেউই তোমার দাদাকে পুরোপুরি চিনতে পারেনি। আরও কত বছর ধরে যে তাকে আবিষ্কার করার চেষ্টা চলতে থাকবে, কে জানে! রহস্যময়তা শুধু সাহিত্যজগতে নয়, সংসার জীবনেও সে ‘খাপছাড়া’, ‘কেমন যেন’—এইসব অভিধায় ভূষিত ছিল, এতো তুমিও জানোই। তোমার দাদাকে নিয়ে আমার শ্বশুর, শাশুড়ি ও পিসশাশুড়ি প্রত্যেকেরই তো প্রবল আক্ষেপ দেখেছি বরিশালের বাড়িতে। এতো ভালোবাসার যে সন্তান, সেও কী… বিস্তারিত