Homeদেশের গণমাধ্যমে‘পুষ্পা থ্রি’ সিনেমার আইটেম কন্যা সাই পল্লবী নাকি জাহ্নবী?

‘পুষ্পা থ্রি’ সিনেমার আইটেম কন্যা সাই পল্লবী নাকি জাহ্নবী?


প্রকাশিত: ২০:২৫, ২৩ জানুয়ারি ২০২৫  

সাই পল্লবী, জাহ্নবী কাপুর


নয় থেকে নব্বই— সব বয়সি দর্শকই বুঁদ হয়েছিলেন ‘পুষ্পা’ সিনেমার ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের আইটেম গানে। গানটিতে সামান্থার ঝড় তোলা নাচ এখনো দোলা দেয় সিনেমাপ্রেমীদের হৃদয়ে।

‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পার্টের আইটেম কন্যা হন ২৩ বছরের শ্রীলীলা। ফার্স্ট লুক প্রকাশের পর প্রশংসা কুড়ালেও ‘কিসসিক’ গানটি মুক্তির পর দর্শকদের মন নাড়াতে ব্যর্থ হয়। তবে সিনেমা মুক্তির পর বক্স অফিসের ঝড় ছিল অপ্রতিরোধ্য। এখনো প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

পরিচালক সুকুমার ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নির্মাণের কার্যক্রম শুরু করেছেন। আইটেম কন্যা কে হবেন, তা নিয়ে ফের শুরু হয়েছে চর্চা। এরই মাঝে ‘পুষ্পা টু’ সিনেমার সংগীত পরিচালক দেবী শ্রী প্রসাদ (ডিএসপি) জানালেন, চূড়ান্ত সিদ্ধান্ত পরিচালকের উপর নির্ভর করছে। তবে কয়েকজন নায়িকার ইঙ্গিতও দিয়েছেন এই শিল্পী।

ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে দেবী শ্রী প্রসাদ বলেন, “গান এবং তার চাহিদার উপরে সবকিছু নির্ভর করছে। কিন্তু আমি ব্যতিক্রমী নৃত্যশিল্পীদের সঙ্গে কাজ করতে ভালোবাসি। সাই পল্লবী এমনই একজন শিল্পী, আমি তার নাচের অনেক বড় ভক্ত। বলিউডের কথা যদি বলি, তবে আমার মনে হয়— জাহ্নবী কাপুর অসাধারণ নৃত্যশিল্পী। আমি তার অল্প কিছু গান দেখেছি, সে শ্রীদেবী ম্যামের স্টাইল পেয়েছে। শেষ পর্যন্ত গানটির জন্য নিখুঁত কাউকেই খুঁজে নেওয়া হবে।”

আইটেম গানের আকর্ষণ বৃদ্ধিতে নাচের ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে দেবী শ্রী প্রসাদ বলেন, “আমার মতে— যে ভালো নাচে, সে এই ট্র্যাকে বিশেষ শক্তি তৈরি করে এবং গানগুলোকে আলাদা করে তোলে।”

ভক্তরা যখন ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তখন ডিএসপির মন্তব্য উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে সাই পল্লবী ও জাহ্নবীর নাম উল্লেখ করায় চর্চা আরো জোরালো হয়েছে।

ঢাকা/শান্ত





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত