Homeদেশের গণমাধ্যমেশিবগঞ্জ সীমান্তে কৃষকদের সঙ্গে বিজিবির মতবিনিময়

শিবগঞ্জ সীমান্তে কৃষকদের সঙ্গে বিজিবির মতবিনিময়


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে উপজেলার বাখোরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ৫৯ বিজিবির প্রধান লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দেশ রক্ষায় বিজিবি সব সময় প্রস্তুত রয়েছে। যা বিএসএফের জন্য যথেষ্ট। কিন্তু আপনারা মাত্র ৫০০-১০০০ টাকার জন্য ভারতে মাদক আনতে জান। পরে বিএসএফ গুলি করে এতে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। তাই আপনাদের টাকা প্রয়োজন হলে আমাকে মুঠোফোনে জানাবেন। আমি টাকা দিব। আর কেউ মাদক আনতে যাবেন না।

তিনি বলেন, সীমান্ত এলাকা রক্ষায় আমরা সব সময় আপনাদের সঙ্গে আছি। আর আমাদের সঙ্গে আছে ১৮ কোটি বাংলাদেশি।

সভায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সোহান মাহমুদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত