এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকাত আলী বাসসকে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কেন এ রকম হয়েছে, তা ক্ষতিয়ে দেখছি আমি। কমিটি গঠন করা হয়েছে, তারা দ্রুত প্রতিবেদন দাখিল করবে। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সুরাইয়া ইয়াসমিন ঐশী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বেরোবি শাখার সাংগঠনিক সম্পাদক। গত বছরের ১৬ জুলাই শহীদ আবু সাঈদ হত্যার পর থেকেই তিনি পলাতক।