Homeদেশের গণমাধ্যমেট্রাকের চাকায় দুই পা হারালেন সাংবাদিক মিজান

ট্রাকের চাকায় দুই পা হারালেন সাংবাদিক মিজান


ট্রাকের চাকায় নিচে পিষ্ট হয়ে থেতলে যাওয়া মিজানুর রহমান মিলন নামের এক সাংবাদিকের দুই পা কেটে ফেলা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) রাতে তার পা দুটো কেটে ফেলা হয়।

এর আগে গত ২০ জানুয়ারি রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ঢাকা-বুড়িমারী মহাসড়কের স্বর্ণামতি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। আহত মিজানুর দৈনিক সরেজমিন পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি।

জানা গেছে, পেশাগত দায়িত্ব পালন শেষে লালমনিরহাটে ফেরার পথে ওই স্থানে পৌঁছালে ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পরলে দুই পায়ের ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। ঘটনাস্থলেই দুই পা থেতলে যায় তার। আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।

স্থানীয়রা জানান, ওই ঢাকা-বুড়িমারী মহাসড়কের স্বর্ণামতি ব্রিজে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায়। এসময় অপরদিক থেকে আসা একটি ট্রাক তার পায়ের ওপর দিয়ে চলে যায়। স্থানীয়রা অটোরিকশাযোগে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রেফার্ড করলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নিলে সেখানে তার দুটি পা কেটে ফেলতে হয় । বর্তমান তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত