Homeবিনোদনসাইফ আলী খানের নিরাপত্তায় আরেক বলিউড অভিনেতা

সাইফ আলী খানের নিরাপত্তায় আরেক বলিউড অভিনেতা


ভয়াবহ এক সপ্তাহ কাটিয়ে ঘরে ফিরেছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। বাড়িতে অনুপ্রবেশকারী দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়ে পাঁচ দিন ভর্তি ছিলেন মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। গত মঙ্গলবার বাড়ি ফেরার পর তাঁর ও পরিবারের নিরাপত্তা বাড়ানো হলো। সাইফ ও তাঁর পরিবারের ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়ার ভার নিয়েছে মুম্বাই পুলিশ। পাশাপাশি সাইফ নিরাপদ থাকতে সাহায্য চাইলেন ‘কেডি পাঠক’ হিসেবে পরিচিত জনপ্রিয় অভিনেতা রণিত রায়ের।

আজ বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, অভিনেতা সাইফ আলী খানকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দিতে একজন পুলিশ কনস্টেবল সব সময় তাঁর সঙ্গে থাকবেন।

জনপ্রিয় টিভি শো আদালতের কেডি পাঠক চরিত্রে অভিনয় করে রণিত রায় বেশ জনপ্রিয়তা পেয়েছেন। তাঁর একটি সিকিউরিটি ফার্ম রয়েছে। এই প্রতিষ্ঠানের সেবাগ্রহীতাদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান ও আমির খান। এবার সাইফ আলী খান তাঁর নিরাপত্তার জন্য দ্বারস্থ হলেন রণিত রয়ের।

এ বিষয়ে রণিতের কাছ থেকে তেমন কোনো মন্তব্য পাওয়া যায়নি। তথ্য নিশ্চিত করে তিনি বলেন, ‘আমরা সাইফের সঙ্গে আছি। তিনি এখন ভালো আছেন। বাড়িতে আছেন।’

বর্তমানে সাইফ-কারিনা থাকছেন বান্দ্রার ‘ফরচুন হাইটসে’। কনিষ্ঠ সন্তান জেহের জন্মের আগে তাঁরা এই বাড়িতে থাকতেন। পরে বান্দ্রারই ‘সৎগুরু শরণ’ আবাসনে বসবাস শুরু করেন। দুই বাসার মধ্যে অবশ্য বেশি দূরত্ব নেই।

গত ১৫ জানুয়ারি রাত দেড়টার দিকে সাইফের বাড়িতে দুর্বৃত্তদের অনুপ্রবেশ ঘটে। সাইফ বাধা দেওয়ার চেষ্টা করলে ছুরিকাঘাতে আহত হন। গুরুতর আহতাবস্থায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন সাইফ। চিকিৎসকেরা জানান, ঘাড় ও বাহুতে গুরুতর আঘাত ছিল। একটি ছুরিকাঘাত সাইফের স্পাইনাল কর্ড থেকে মাত্র দুই মিলিমিটার দূরে পড়েছিল। সাইফের শরীরে প্লাস্টিক সার্জারি করতে হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত