Homeদেশের গণমাধ্যমেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে স্থানীয়দের মানববন্ধন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে স্থানীয়দের মানববন্ধন


মানববন্ধনে বক্তারা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রাণের দাবি স্থায়ী ক্যাম্পাস দীর্ঘদিনেও হয়নি। ফ্যাসিস্ট হাসিনার আমলে সবাই দুর্নীতি ও নিয়োগ-বাণিজ্যে ব্যস্ত ছিল। এখন শিক্ষার্থীরা জ্বলে উঠেছেন, তাঁদের আর কোনো দাবিদাওয়া নেই। তাঁদের দাবি একটাই, সেটি হচ্ছে স্থায়ী ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম শুরুর প্রায় আট বছর পেরিয়ে গেলেও এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী ক্যাম্পাস ও হল তৈরি হয়নি। অস্থায়ীভাবে শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ ও মাওলানা সাইফুদ্দিন কলেজে বিশ্ববিদ্যালয়ের এক হাজার শিক্ষার্থীর জন্য পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পাস ও হল না থাকায় শিক্ষার্থীরা বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকছেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক মির্জা হুমায়ুন, নাসিম উদ্দিন মালিথা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আকারিয়া ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি বিমল কুমার, সচেতন ফোরামের উপদেষ্টা মাওলানা আবু জাফর, আবদুল মমিন, শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আলমাস আনসারি, ব্যবসায়ী নেতা আক্তার হোসেন ও মইনুল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাবিবুর রহমান ও মইনুল হোসেন, তাঁত ও বস্ত্র ব্যবসায়ী নেতা হাফিজুর রহমান, রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত